চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উপলক্ষ্যে লিংক থ্রি নিয়ে জমজমাট অফার। বাংলাদেশের ম্যাচ গুলো তে দুই জন্য বন্ধুকে ট্যাগ করে, ম্যাচের রেজাল্ট, কে সবচেয়ে বেশি রান করবে প্রেডিক্ট করুন এবং নতুন কানেকজনের জন্য রেজিস্ট্রেশন করে জিতে নিন ১০৫০ টাকার প্যাকেজ থেকে ফ্রি কানেকশন।
শর্তাবলি:
১। কমেন্টে দুইজন বন্ধুকে ট্যাগ করে বিজয়ী দল এবং কে সবচেয়ে বেশি রান করবে, এই দুটি উত্তর প্রেডিক্ট করতে হবে।
২। নতুন কানেকশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
৩। প্রতি ম্যাচ শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজয়ী ১,০৫০ টাকা প্যাকেজের ফ্রি কানেকশন উপভোগ করতে পারবেন। (শুধুমাত্র লিংক থ্রি কাভারেজ এলাকার জন্য প্রযোজ্য)
৪। যারা অংশগ্রহণ করবেন, সবাই ১,০৫০ টাকা প্যাকেজের নতুন কানেকশন চার্জের উপরে ৫০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। ৮২৫ টাকা ও ৬৫০ টাকার প্যাকেজের জন্য রেগুলার অফার প্রযোজ্য হবে।
৫। ম্যাচ শুরু হওয়ার আগে ফলাফল প্রেডিক্ট করতে হবে।
৬। শুধুমাত্র নতুন কানেকশনের ক্ষেত্রে এবং লিংক থ্রি’র কাভারেজ এলাকার জন্য অফারটি প্রযোজ্য।
৭। ক্যাম্পেইন অফারটি শুধুমাত্র নতুন কানেকশনের জন্য প্রযোজ্য।