নগদ ক্যাম্পেইন শর্তাবলী
অফারের বিস্তারিতঃ
১। আপনি লিংক থ্রি এর ইন্টারনেট বিল নগদ একাউন্টের এর মাধ্যমে পেমেন্ট করে উপভোগ করতে পারবেন:
· ঢাকা- কলকাতা- ঢাকা এয়ার হলিডে প্যাকেজ (১ জন)
· ১০ হাজার টাকা শপিং ভাউচার (২ জন)
২। আপনি এই মেগা গিফট উপভোগ করতে পারবেন যদি লিংক থ্রি এর ইন্টারনেট বিল ধারাবাহিকভাবে ৪ (চার) মাস নগদ থেকে পেমেন্ট করেন।
৩। এই অফারটি ২রা মে, ২০২৪ থেকে শুরু করে ৩১শে আগস্ট, ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে।
৪। এই অফারটি উপভোগ করতে হলে আপনার নগদ একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে
৫। এই অফারের অধীনে প্রদত্ত তথ্য, ইন্টারনেট সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট সেবার জন্য প্রতিটি ‘মার্চেন্ট’ সম্পূর্ণরূপে দায়বদ্ধ। নগদ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে দায়বদ্ধ থাকবে
৬। নগদ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে
৭। এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
৮। নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না
খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না
গ) 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।
ঘ) এই প্রচারাভিযানে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ এই প্রচারাভিযানে একজন ব্যাক্তি সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল উক্ত ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়।
ঙ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ এবং লিংক থ্রি, কোনো কর্তৃপক্ষই দায়ী থাকবে না । এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে
চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে
Campaign details
1. You will be eligible to enjoy ‘Nagad ISP Mega Gift’ on paying 4 consecutive internet bill of Link3 using Nagad as per below table:
· Dhaka-Kolkata-Dhaka Air Holiday Package (1 person)
· Tk. 10,000/- shopping voucher (2 person)
2. You will be eligible for this ‘Nagad ISP Gift’ if you pay 4 (four) consecutive internet bill for Link3 using Nagad.
3. This campaign will remain valid from 2nd May, 2024 to 31st August, 2024.
4. In order to be eligible for this campaign, you must have an active Nagad account.
5. Each ISP Merchants shall bear the solely liable for the information, internet services and any other service associated with this Campaign. Nagad shall only take the responsibility as a payment service provider under this campaign.
6. Nagad reserves the right to change/modify/extend the terms & conditions or cancel this campaign at any time without giving any prior notice.
7. Any decision taken by Nagad with respect to this campaign, shall be in the sole discretion of Nagad and shall be deemed final.
8. Nagad announces that:
i. Nagad or its authorized representative shall not, at any point, request you to disclose One-time Password (OTP) or Personal Identification Number (PIN) of your Nagad account,
ii. It shall not ask you to make any payment to anyone whatsoever, and
iii. It shall contact the customer using only 16167 or 096 096 16167. For any confusion or conflict with regards to this campaign, you must end any other call and immediately call back to 16167 or 096 096 16167 to ascertain the authenticity of the call or for required information.
iv. Nagad shall not compel or persuade any person to participate in this campaign. Therefore, the person participating in this campaign with his/her full consent at their sole discretion.
v. Nagad shall not be responsible for any loss or damages whatsoever for any of the reasons listed above or any other actions from a third party.
vi. In the event of any dispute, you will first contact with Nagad through Nagad hotline numbers: 16167 or 096 096 16167.
vii. In the event of a conflict between the English version and the Bangla version of the terms and conditions, the English version shall prevail.